ক্ষেতলালে ৪০ পিস ট্যাপেন্ডাডল সহ তিন যুবক আটক | Daily Chandni Bazar ক্ষেতলালে ৪০ পিস ট্যাপেন্ডাডল সহ তিন যুবক আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৩ ২৩:২৪
ক্ষেতলালে ৪০ পিস ট্যাপেন্ডাডল সহ তিন যুবক আটক
ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধি:

ক্ষেতলালে ৪০ পিস ট্যাপেন্ডাডল সহ তিন যুবক আটক

জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় পৌর এলাকার ইটাখোলা বাজার ও সন্ধ্যা ৭ টায় উপজেলার নিশ্চিন্তা বাজারে অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্ডাডল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার এসআই মাসুদ রানা ও এসআই কাজী রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার ইটাখোলা বাজারে অভিযান চালিয়ে তেলাল মুরারীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সফিকুল ইসলাম(২৩) ও কুসুম শহর গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে নূর ইসলাম(৩৮)কে ৩০ পিস ট্যাপেন্ডাডল এবং সন্ধ্যা ৭টায় নিশ্চিন্তা বাজার থেকে সফের উদ্দিনের ছেলে জাহেদুল ইসলাম(৩১)কে ১০পিচ ট্যাপেন্ডাডল সহ তাদের গ্রেপ্তার করে।
ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের মাদকনিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন