জলবায়ু পরিবর্তনের কারণে গত ১০ বছরে ২ লাখ ৭২ হাজার কোটি টন বরফ গলেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশ্বের হিমবাহ সম্পর্কে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা।
ইউরোপের ক্রাইও-স্যাট মহাকাশযান দিয়ে ট্র্যাক করা হয়েছে পৃথিবীর ২ লাখের বেশি হিমবাহ। এতে ধরা পড়ে দ্রুতগতিতে গলতে থাকা হিমবাহের তথ্য। বৈশ্বিক উষ্ণতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে এখনই সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিজ্ঞানীরা।
পরিবেশ-বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে ব্যবহার করা হয় হিমবাহগুলো। এ ছাড়া ২০ শতাংশের বেশি মানুষ গ্রীষ্মে হিমবাহ গলা পানির ওপর নির্ভরশীল। যা ব্যবহার করা হয় খাওয়া, কৃষিকাজ ও জলবিদ্যুৎ কেন্দ্রে।
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়েছে ইউরোপের দেশ স্পেনে। গ্রীষ্ম মৌসুমে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে দেশটি। স্পেনের আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, চলতি মাসের তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে দেবে। বিভিন্ন জায়গার স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে।
এরই মধ্যে স্পেনের বেশ কিছু অংশে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। কর্ডোভা আর সেভিল শহরে ৩৭ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাসও দেয়া হয়েছে। এতে দেশটিতে বড় ধরনের দাবানলের আশঙ্কা করা হচ্ছে।
একই সঙ্গে ভয়াবহ তথ্য জানিয়েছে, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিজ্ঞানীরা। তারা বলছেন, গ্রিন হাউজ গ্যাস নির্গমন বাড়তে থাকায় আফ্রিকা অঞ্চলে ৩ বছরে খরার আশঙ্কা ১০০ গুণ বেড়েছে। এতে অন্তত সাড়ে ৪৩ লাখ বাসিন্দার মানবিক সহায়তার প্রয়োজন হতে পারে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন