ইন্দোনেশিয়ায় ফেরি উল্টে ১১ জনের মৃত্যু | Daily Chandni Bazar ইন্দোনেশিয়ায় ফেরি উল্টে ১১ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৩ ১৫:৪৮
ইন্দোনেশিয়ায় ফেরি উল্টে ১১ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় ফেরি উল্টে ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি ফেরি উল্টে অন্তত ১১ জন নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা এ হতাহতের তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, ফেরিটিতে প্রায় ৭৪ জন যাত্রী ছিল। সুমাত্রা দ্বীপ থেকে সেটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। ফেরিটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে সেটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা।

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ফেরি উল্টে যাওয়ার ঘটনায় নিখোঁজ একজনকে উদ্ধারে অভিযান চলছে।

সূত্র: রয়টার্স

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন