
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৩ ২৩:৪১
সাঘাটায় বোরো ধানের বাম্পার ফলন লক্ষ্যমাত্রার
চেয়েও বেশি অর্জিত, কাঁটা মারাই শুরু
নূর হোসেন রেইন, ভ্রামমান প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় বোরো ধানের বাম্পার ফলন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জিত, কাঁটা মারাই শুরু হয়েছে।
সাঘাটা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, সাঘাটা উপজেলায় বোরো মৌসুমে ৬১ হাজার ৮ শত ৬২ জন কৃষক এবারে বোরো ধানের আবাদ করেছেন। ১৪ হাজার ১ শত হেক্টর জমি লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন হয়েছে, ১৪ হাজার ২ শত ২০ হেক্টর। ২০২২/২০২৩ বছরে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দে ৫ হাজার ৫০০ জন কৃষককে প্রণোদনা বিনামূল্যে বীজ ও সার সহায়তা দেওয়া হয়। অন্যান্য বারের তুলনায় এবারে ফলনও হয়েছে বাম্পার। উন্নত জাত উফশী ও হাইব্রিড আবাদ করায় বিঘা প্রতি ২৫ থেকে ৩০ মন ধান উৎপাদন হয়েছে। জমির সোনালী ধান এখন বাতাসে দুলছে, শুরু হয়েছে ধান কাটা মাড়াই এর কাজ। উন্নত জাতে ফলন বেশি ও রোগবালাই কম থাকায় ভালো ফলন পাওয়ায় খুশি কৃষকরা।
সকালে সাঘাটা উপজেলার পদুম শহর গ্রামে প্রান গোপাল চন্দ্রের জমিতে সাঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উন্নত জাতের বোরো ধান নমুনা কর্তনের উদ্বোধন করেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আফতাব হোসেন।
বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক খোরশেদ আলম, সাঘাটা উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান সহ আরো অনেকে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন