মেট্রোরেলে ঢিল, নথিভুক্ত হবে মামলা | Daily Chandni Bazar মেট্রোরেলে ঢিল, নথিভুক্ত হবে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মে, ২০২৩ ১৬:০৩
মেট্রোরেলে ঢিল, নথিভুক্ত হবে মামলা
অনলাইন ডেস্ক

মেট্রোরেলে ঢিল, নথিভুক্ত হবে মামলা

মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় ডিএমপির কাফরুল থানায় অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১ মে) দুপুরে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মেট্রোরেল কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ক্ষয়ক্ষতি ও স্পটের তথ্যসহ সন্দেহজনক ভবনের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগটি সিনিয়র কর্মকর্তাদের পরামর্শে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

ওসি আরও বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তের পর আইনের আওতায় আনা হবে।

এর আগে রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এতে কোচটির পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীরা বাড়িছাড়া বলে জানা গেছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন