জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ৫৫ আফটারশক | Daily Chandni Bazar জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ৫৫ আফটারশক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ মে, ২০২৩ ১৭:৩৩
জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ৫৫ আফটারশক
অনলাইন ডেস্ক

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ৫৫ আফটারশক

জাপানে ছয় দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের একদিন পর ৫৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে। এসব আফটারশকেও কেঁপেছে দেশটির বেশিরভাগ অংশ।

দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটিতে এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি। তাছাড়া বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৫ মে) জাপানের ইশিকাওয়া প্রিফেকচার ও এর আশপাশের এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে যিনি মারা গেছেন তার বয়স ৬৫ বছর।

জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার সকালের আফটারশকগুলোর মধ্যে কয়েকটি ছিল শক্তিশালী। তাছাড়া ওই এলাকায় ভারি বৃষ্টি ও ভূমিধসেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এতে কোনো সুনামি সতর্কতা জারি না করলেও সমুদ্রের স্তরে ২০ সেন্টিমিটারের মতো পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছিল।

২০১১ সালের শক্তিশালী এক ভূমিকম্পে জাপানের ফুকুশিমা প্রিফেকচারের দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ছিল এই দাইচি পরামণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন