মন্দার আশঙ্কা কমায় জ্বালানি তেলের দাম বেড়েছে | Daily Chandni Bazar মন্দার আশঙ্কা কমায় জ্বালানি তেলের দাম বেড়েছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ মে, ২০২৩ ১২:৩৭
মন্দার আশঙ্কা কমায় জ্বালানি তেলের দাম বেড়েছে
অনলাইন ডেস্ক

মন্দার আশঙ্কা কমায় জ্বালানি তেলের দাম বেড়েছে

যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা কমতে শুরু করেছে। তাই এশিয়ার বাণিজ্যে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। এর আগে টানা তিন সপ্তাহ তেলের দাম কম ছিল। খবর রয়টার্সের।

সোমবার সকালের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ সেন্ট বেড়ে ৭৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ৮ সেন্ট বেড়ে ৭১ দশমিক ৪২ ডলার হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যাংকিংখাত অর্থনীতিকে ধীর করবে এমন আশঙ্কায় দেশটিতে তেলের চাহিদা কমে যায়। সেখানে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমে পাঁচ দশমিক তিন শতাংশ। সাত দশমিক এক শতাংশ কমে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম।

সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, যুক্তরাষ্ট্রে চাকারির বাজারের ইতিবাচক খবরের পরই ওয়ালস্ট্রিটে জ্বালানির শেয়ার বেড়ে যায়। এখন তেলের দাম ঘুরে দাঁড়াচ্ছে। মূলত মন্দার আশঙ্কা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে বুধবার এপ্রিলের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে। এরপরই সুদের হারের ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তবে আশা করা হচ্ছে, এবার সুদের হার বাড়াবে না ফেডারেল রিজার্ভ।

সম্প্রতি বন্ধ হয়ে যায় মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক। বেশ কিছুদিন ধরেই ব্যাপক লোকসানের মধ্যে পড়ে ফার্স্ট রিপাবলিক ব্যাংক। বেসরকারি উদ্যোগে ব্যাংকটিকে বাঁচানোরও চেষ্টা হয়। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। গত দু’মাসে এটি তৃতীয় ঘটনা। কারণ এর আগে বন্ধ হয় আরও দুই ব্যাংক।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন