শিবগঞ্জে মাংস ব্যবসায়ীর দোকান ভাংচুর মারপিট ও টাকা ছিনতাই | Daily Chandni Bazar শিবগঞ্জে মাংস ব্যবসায়ীর দোকান ভাংচুর মারপিট ও টাকা ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ মে, ২০২৩ ২২:২৭
শিবগঞ্জে মাংস ব্যবসায়ীর দোকান ভাংচুর মারপিট ও টাকা ছিনতাই
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জে মাংস ব্যবসায়ীর দোকান
ভাংচুর মারপিট ও  টাকা ছিনতাই

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর বন্দরে মাংস ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁদনিয়া শিবগঞ্জ বালুপাড়া এলাকার মাংস ব্যবসায়ী নান্নু মিয়া দীর্ঘদিন যাবত রায়নগর বাজারে মাংস বিক্রয় করে আসছে। এর একপর্যায়ে ০৯ মে মঙ্গলবার সন্ধ্যায় রায়নগর গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে মোঃ মিজান মিয়া মাংস বাঁকি নিতে চায়। মাংস ব্যবসায়ী নান্নু মিয়া মাংস বাকি দিতে না চাইলে মিজান ও তার পিতা আব্দুল গফুর ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক মাংস নিতে চায়। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। মিজান ক্ষিপ্ত হয়ে তার মাংসের দোকানে হামলা চালিয়ে নান্নুর মাংস মাপার জন্য টিজিটাল মেশিন ভেঙ্গে ফেলে এবং তাকে মারপিট করে কাছে থাকা ২৫ হাজার ৭ শত টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে নান্নু মিয়া বলেন, মিজান এলাকার প্রভাবশালী ও খারাপ প্রকৃতির ছেলে। তার ভয়ে এলাকার লোক কিছু বলতে সাহস পায় না। তিনি ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন