দুপচাঁচিয়া থানার ওসি আইজিপি কর্তৃক পুরুস্কৃত | Daily Chandni Bazar দুপচাঁচিয়া থানার ওসি আইজিপি কর্তৃক পুরুস্কৃত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ মে, ২০২৩ ১০:৫১
দুপচাঁচিয়া থানার ওসি আইজিপি কর্তৃক পুরুস্কৃত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া থানার ওসি আইজিপি কর্তৃক পুরুস্কৃত

বগুড়ার দুপচাঁচিয়ার চেঙ্গাপালপাড়া কালী মন্দিরে চুরির ২৪ঘণ্টার মধ্যে চুরির রহস্য উদঘাটন ও আসামী গ্রেপ্তার করায় আইজিপি কর্তৃক পুরুস্কৃত হলেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। গত ১০মে বুধবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইজিপি প্রদত্ত এ পুরুস্কার তাঁর হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম,পিপিএম। এছাড়াও একই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান আলীকেও জেলা পুলিশের পক্ষ হতে সম্মাননা স্মারক ও অর্থ প্রদান করা হয়েছে। অপরদিকে দুপচাঁচিয়া পৌর এলাকায় কিশোর মালেক সরদার(১৫) হত্যার ক্লুলেস মামলার ২৪ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন ও আসামীদের গ্রেপ্তার করায় জেলা পুলিশের পক্ষ হতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার এসআই মোসাদ্দেকুল ইসলামকে সম্মাননা স্মারক ও অর্থ প্রদান করা হয়। এছাড়াও আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করায় দুপচাঁচিয়া থানার এসআই নিয়ামান নাসিরকেও জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও অর্থ প্রদান করা হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) আব্দুর রশিদ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) হেলেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শরাফত হোসেন সহ বিভিন্ন সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং এসআইগণ উপস্থিত ছিলেন । 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন