
বগুড়া গাবতলীর নশিপুরে দশম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম চান্দাইপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার নশিপুর ইউনিয়নের মৃত লুৎফর মন্ডলের ছেলে রিপন মিয়ার মেয়ে ও জালশুকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী রিফা আকতার (১৬)কে একই গ্রামের ছামছুল পাইকারের ছেলে জামিল পাইকার বিভিন্ন সময় নানাভাবে মিথ্যা প্রলোভন দিয়ে আসছিল। গত ৯ এপ্রিল বিকেলে বিবাদীরা সিএনজিযোগে রিফাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গত ৯ এপ্রিল রিপন মিয়া বাদী হয়ে একই গ্রামের জামিল পাইকার, ছামছুল পাইকার ও জামিলা বেগমকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে বাগবাড়ী ফাঁড়ির ইনচার্জ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন