এসএসসি: ধর্ম পরীক্ষায় অনুপস্থিত ১৭ হাজার, বহিষ্কার ৬ | Daily Chandni Bazar এসএসসি: ধর্ম পরীক্ষায় অনুপস্থিত ১৭ হাজার, বহিষ্কার ৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মে, ২০২৩ ১১:৪৬
এসএসসি: ধর্ম পরীক্ষায় অনুপস্থিত ১৭ হাজার, বহিষ্কার ৬
অনলাইন ডেস্ক

এসএসসি: ধর্ম পরীক্ষায় অনুপস্থিত ১৭ হাজার, বহিষ্কার ৬

এসএসসির ধর্ম পরীক্ষায় সারাদেশে ছয়জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৭৬ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে ১৫ লাখ ১ হাজার ১৪৩ জনের অংশ নেওয়ার কথা ছিল।

জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৬২৪ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২৪ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ২২০ জন, যশোর বোর্ডের ২ হাজার ৫১ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৫৯৫ জন, সিলেট বোর্ডের ৯৭৩ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১০ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৮৭০ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ১০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিনের পরীক্ষায় বরিশাল বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ৩ জন এবং ময়মনসিংহ বোর্ডের ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

আগামী রোববার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা ও ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন