ধুনটে অটোভ্যান চাপায় শিশু শিক্ষার্থী নিহত | Daily Chandni Bazar ধুনটে অটোভ্যান চাপায় শিশু শিক্ষার্থী নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মে, ২০২৩ ০২:০৬
ধুনটে অটোভ্যান চাপায় শিশু শিক্ষার্থী নিহত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে অটোভ্যান চাপায় শিশু শিক্ষার্থী নিহত

বগুড়ার ধুনটে অটোভ্যান চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের কমলবাড়ি উত্তরপাড়া এলাকার পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন আলী (০৭) তারাকান্দি গ্রামের প্রবাসী আব্দুল খালেকের ছেলে। 

স্থানীয়সূত্রে জানাগেছে, মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের ছেলে ইয়াসিন আলী শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে দৌড়ে কমলবাড়ি উত্তরপাড়া এলাকার পাকা রাস্তার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোভ্যান গাড়ির সাথে তার ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ধুনট থানার এসআই শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই ভ্যান চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন