শেরপুরে সংঘবদ্ধ চুরির সময় মেম্বারের ছেলে সহ হাতেনাতে আটক ২ | Daily Chandni Bazar শেরপুরে সংঘবদ্ধ চুরির সময় মেম্বারের ছেলে সহ হাতেনাতে আটক ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মে, ২০২৩ ২২:১৯
শেরপুরে সংঘবদ্ধ চুরির সময় মেম্বারের ছেলে সহ হাতেনাতে আটক ২
শেরপুর(বগুড়া)প্রতিনিধি-

শেরপুরে সংঘবদ্ধ চুরির সময় মেম্বারের ছেলে সহ হাতেনাতে আটক ২

বগুড়ার শেরপুর উপজেলায় বসতবাড়িতে সংঘবদ্ধ চুরির সময় দুই জনকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (১১ মে) উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর আমইন এলাকা থেকে ওই দুইজনকে আটক করে স্থানীয় লোকজন। এসময় স্বর্ণের চেইন, ঝুমকা, আংটি, লকেট সহ মোট আড়াই ভরি গহনা খোয়া গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
আটককৃতরা হলেন, একই উপজেলার বনমড়িচা গ্রামের শাজাহান সোনারের ছেলে সাইফুল ইসলাম সাগর (৩০) ও কেল্লাপোসী এলাকার রাজেক আলী মেম্বারের ছেলে রাজু আহম্মেদ (৩২)। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে আটককৃতদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। 
শেরপুর থানার এসআই সাঈফ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনকে হেফাজতে নিয়ে প্রথমে আহত’র চিকিৎসার ব্যবস্থা করা হয়। আটককৃত সাগরের নামে পূর্বের চৌদ্দটি মামলা রয়েছে। তবে চুরির ঘটনায় কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন