বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৪ দোকানে জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৪ দোকানে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ মে, ২০২৩ ২০:২০
বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৪ দোকানে জরিমানা
অনলাইন ডেস্ক

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার
বিক্রির অপরাধে ৪ দোকানে জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে চার দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে শহরের ফতেহ আলী বাজারে সংস্থাটির বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই জরিমানা করেন। 

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে অভিযান চালানো হয়। এই সময় চার দোকানীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে ভোক্তাদের পণ্য বিক্রয়ের বিষয়ে বাজারে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন