ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪ গরুসহ রাখালের মৃত্যু | Daily Chandni Bazar ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪ গরুসহ রাখালের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মে, ২০২৩ ১৫:১০
ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪ গরুসহ রাখালের মৃত্যু
অনলাইন ডেস্ক

ঈশ্বরদীতে বজ্রপাতে ১৪ গরুসহ রাখালের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব হোসেন (২৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুরের পদ্মার চরে এ ঘটনা ঘটে। সজিব কামালপুর গ্রামের আলহাজ্ব প্রমানিকের ছেলে।

কামালপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সজিব ৪১টি গরু নিয়ে কামালপুর পদ্মার চরে ঘাস খাওয়াতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ফেরার পথে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ১৪টি গরুসহ ঘটনাস্থলেই সজিব মারা যান। বৃষ্টি শেষে স্থানীয়রা সজিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, বজ্রপাতে ১৪টি গরুসহ সজিব মারা গেছেন। তার মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন