গাবতলীতে এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ | Daily Chandni Bazar গাবতলীতে এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ০০:১৪
গাবতলীতে এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে এক ব্যক্তিকে 
মারপিটের ঘটনায় থানায় 
অভিযোগ

বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে শহিদুল মন্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে মারপিট করার অভিযোগ এনে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের পূর্ব মহিষাবান মাষ্টারপাড়া গ্রামের মৃত আজাহার মন্ডলের ছেলে শহিদুল মন্ডল গত ১৩ই মে বিকেল ৪টায় পাঁচমাইল থেকে মহিষাবান বাড়ী ফেরার পথে পথিমধ্যে মহিষাবান তিনমাথার মোড়ে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষরা কাঠের লাঠি দিয়ে শহীদুলকে এলোপাতারিভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় শহিদুল বাদী হয়ে পূর্ব মহিষাবান মাষ্টারপাড়া গ্রামের নিরব মন্ডল, আতাউল ফকির ও আলমগীর মন্ডলের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই সুজল দেবনাথ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন