ঐতিহাসিক ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ায় ছাত্রলীগের আলোচনা সভা | Daily Chandni Bazar ঐতিহাসিক ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ায় ছাত্রলীগের আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ০০:২৮
ঐতিহাসিক ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ায় ছাত্রলীগের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে
বগুড়ায় ছাত্রলীগের আলোচনা সভা

ঐতিহাসিক ১৭ মে গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বশান্তির অগ্রদূত, মাদার অব হিউম্যানিটি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, বগুড়া জেলা শাখার তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে সাতমাথা টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে বিকাল ৪ ঘটিকায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপনের সভাপতিত্বে ও বগুড়া শহর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, ছাত্রলীগ নেতা তৌহিদ আহম্মেদ, সিদ্ধার্থ কুমার দাস, নূর মোহাম্মদ সাগর, মাহফুজার রহমান, আহসান হাবিব শুভ, আল ইমরান হোসেন, মোঃ শুভ, নয়ন, রবিউল ইসলাম সানি, সৈকত, বিজয়, জোবায়ের সরকার শিহাব, মেহেদী হাসান, সাব্বির, সুজন, তানভির, হৃদয়, গৌরব, বিজয়, তানজিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনার এই দিনে ফিরে আসেন তার পিতার গড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, বাংলাদেশের মানুষের মাঝে। তার এই প্রত্যাবর্তন একটি ইতিহাস, একটি বিজয়। দেশরত্নের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিলো বাংলার গণতন্ত্র। এছাড়াও বক্তারা দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বগুড়া জেলা ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দ সামনের সারি থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন