বগুড়ায় গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা | Daily Chandni Bazar বগুড়ায় গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ০০:৩০
বগুড়ায় গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় গলায় ফাঁস দিয়ে 
ছাত্রলীগ নেতার আত্মহত্যা

বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম ভূঁইয়া (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরের মালতিনগর এলাকার ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নাঈম ভূঁইয়া ধুনটের উজালসিং গ্রামের আব্দুল লতিফের ছেলে ও উপজেলার মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বগুড়া ওয়াইএমসি স্কুল ও কলেজে একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

মৃত নাঈমের বড় ভাই সাদ্দাম হোসেন সাজুর ব্যবহত মুঠোফোন বন্ধ পাওয়ায় এ নিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, নাঈমের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সাথে আর্থিক চাওয়া পওয়া নিয়ে অভিমানে শোবার ঘরের ফ্যানে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন