স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বিশ্বের উপযোগি যুব সমাজ গড়তে হবে | Daily Chandni Bazar স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বিশ্বের উপযোগি যুব সমাজ গড়তে হবে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ২২:৩৪
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বিশ্বের উপযোগি যুব সমাজ গড়তে হবে
মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বিশ্বের
উপযোগি যুব সমাজ গড়তে হবে

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আজহারুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্র্ট বাংলাদেশ গড়ার যে যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। স্মার্ট বিশে^র সাথে তালমিলিয়ে কাজ করতে পারে এমন দক্ষ যুব সমাজ গড়তে হবে। আর এ জন্য দরকার নতুন নতুন সফল উদ্যোক্তা। তিনি আরও বলেন, সফল উদ্যোক্তার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন শাজাহানপুরের মিজানুর রহমান। সমাজ ও দেশকে উন্নয়নের শিখরে এগিয়ে নিতে মিজানের মতো আরও উদ্যোক্তার প্রয়োজন। একজন উদ্যোক্তা শুধু নিজেই প্রতিষ্ঠিত হন না। বরং অনেক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়ায় মাল্টিন্যাশনাল এন্ড আউট সোর্সিং সফ্টওয়্যার ডেভেলপমেণ্ট কোম্পানী এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড ও যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার যৌথ আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব উদ্যোক্তাদের সাথে এক ‘মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক (ইম্প্যাক্ট ৩য় পর্ব) ড. এস.এম আলমগীর কবির, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক তোছাদ্দেক হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অর্থ) মো. আব্দুর রেজ্জাক, পরিচালক (দা.বি. ও ঋণ) একেএম মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড’র উপদেষ্টা সাবেক যুগ্ম-সচিব বাসুদেব আচার্য্য। এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপদেষ্টা হাসানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন শাজাহানপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান রেজা, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন