প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার উত্তম কুমার।
লাউয়াছড়ায় দুর্ঘটনাকবলিত রেলের ইঞ্জিন ও দুটি বগি উদ্ধারের জন্য রোববার সকাল থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৮টা থেকে উদ্ধারকাজ শুরু হয়।
এর আগে শনিবার (২০ মে) ভোরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি। এতে শনিবার প্রায় ১৫ ঘণ্টা সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ ছিলে। বগিগুলো ট্রেন লাইন থেকে সরিয়ে রাত ৮টার দিকে ট্রেন চলাচল শুরু করা হয়। আর আজ সকাল থেকে শুরু হয় বগি ও ইঞ্জিন সরানোর কাজ।
সকালে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে থেকে দুটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে।
ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘কিছু সময়ের জন্য সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। উদ্ধারকৃত ৩টা বগি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। বগি উদ্ধারের পর ট্রেন চলাচল আবার চালু হয়েছে।
তিনি বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর ঢাকাগামী কালনী ট্রেন শমসেরনগর স্টেশনে আটকা ছিল। এটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন