মহাদেবপুরে ১৫ নারী-পুরুষ আটক | Daily Chandni Bazar মহাদেবপুরে ১৫ নারী-পুরুষ আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মে, ২০২৩ ২২:০৩
মহাদেবপুরে ১৫ নারী-পুরুষ আটক
ষ্টাফ রিপোর্টার

  মহাদেবপুরে ১৫ নারী-পুরুষ আটক

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৫ জন নারী-পুরুষকে আটক করেছে।গত ২০ মে শনিবার  দিবাগত রাতে থানা পুলিশের একাধিক টিম পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।আটককৃতদের রোববার দুপুরে নওগাঁ কোর্টে পাঠায়।থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন জানান, আদালতের ওয়ারেন্ট মুলে আটকরা হলেন, উপজেলার খোর্দ্দনারায়নপুর গ্রামের বুদা চন্দ্রের ছেলে শ্রী বিরেন চন্দ্র (৩৫), বাগাচারা আদর্শ গ্রামের কেতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫০), তার ছেলে জামিল হোসেন (২৬), ফয়েজ উদ্দিনের ছেলে জাইদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা বেগম, অপর ছেলে সাইফুল ইসলাম, তার স্ত্রী বৃষ্টি বেগম, শিকারপুর গ্রামের মৃত আসরাফ আলীর ছেলে মোকলেছুর রহমান, মৃত কুমুদ আলীর ছেলে অলি হোসেন, মোজাফ্ফর হোসেনের ছেলে জিল্লুর রহমান ও ফারুক হোসেন, মৃত ওসমান আলী মন্ডলের ছেলে মোকসেদ আলী, অর্জনী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আসাদ আলী ও বাদশা আলী এবং মান্দা উপজেলার বেজোরা গ্রামের আতাউর রহমানের ছেলে জাকারিয়া হোসেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন