অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ লাখ মানুষ | Daily Chandni Bazar অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ লাখ মানুষ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মে, ২০২৩ ১০:৩১
অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ লাখ মানুষ
অনলাইন ডেস্ক

অতিরিক্ত মাদক সেবনে গত বছর যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ লাখ মানুষ

অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে যুক্তরাষ্ট্রে গত বছর (২০২২ সালে) এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

সিডিসি’র প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালটি ড্রাগ ওভারডোজের রেকর্ডে সবচেয়ে মারাত্মক ছিল। এতে আনুমানিক এক লাখ নয় হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ মহামারী চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর সংখ্যা বেড়েছে।

মৃত্যুর সংখ্যা ২০১৯ সালে ৭১ হাজার থেকে বেড়ে ২০২০ সালে ৯০ হাজারের ওপরে এবং ২০২১ সালে প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন