হোয়াইট হাউজের নিরাপত্তা বলয়ে ট্রাকের ধাক্কা! | Daily Chandni Bazar হোয়াইট হাউজের নিরাপত্তা বলয়ে ট্রাকের ধাক্কা! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মে, ২০২৩ ১৭:৪০
হোয়াইট হাউজের নিরাপত্তা বলয়ে ট্রাকের ধাক্কা!
অনলাইন ডেস্ক

হোয়াইট হাউজের নিরাপত্তা বলয়ে ট্রাকের ধাক্কা!

বিশ্বের সবথেকে নিরাপদ জায়গাগুলোর মধ্যে অন্যতম ‘হোয়াইট হাউজ’। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনটি কার্যত নিরাপত্তার নিশ্ছিদ্র স্তরে ঢাকা। সেখানে সিক্রেট সার্ভিসের চোখ এড়িয়ে মাছিও গলতে পারে না। অথচ সে হোয়াইট হাউজের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল একটি ট্রাক!

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসের সিকিউরিটি ব্যারিকেডে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে একটি ট্রাক। দ্রুত ওই ট্রাকচালককে আটক করেন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। তার।

টুইটারে নিরাপত্তা সংস্থাটির মুখ্য জনসংযোগ কর্মকর্তা অ্যান্থনি গুগলিয়েলমি জানান, লাফায়েত পার্কের কাছে সিকিউরিটি ব্যারিকেডে একটি ট্রাক ধাক্কা মারে। ট্রাকচালককে আটক করা হয়েছে। তার জিজ্ঞেসাবাদ চলছে ও ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। আপাতত ওই এলাকায় মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন