কাহালুতে একই সাথে প্রতিবন্ধী সহ দুই মেয়ে নিখোঁজ | Daily Chandni Bazar কাহালুতে একই সাথে প্রতিবন্ধী সহ দুই মেয়ে নিখোঁজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ মে, ২০২৩ ২২:৫৫
কাহালুতে একই সাথে প্রতিবন্ধী সহ দুই মেয়ে নিখোঁজ
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

কাহালুতে একই সাথে প্রতিবন্ধী
সহ দুই মেয়ে নিখোঁজ

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউপির পশ্চিম ভূগোইল গ্রামে একই সাথে প্রতিবন্ধী
সহ দুই মেয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, পাইকড় ইউনিয়নের পশ্চিম ভুগোইল গ্রামের রন্জু মিয়া বাদী হয়ে গত ২৩/০৫/২০২৩ তারিখে কাহালু থানায় একটি জিডি করেন। জিডি নং-১৪৩৭। ওই জিডিতে বলা হয়েছে তার মেয়ে মোছাঃ খুকী রোমনা (১৩) একজন বুদ্ধি প্রতিবন্ধী, সে গত ২১/০৫/২০২৩ তারিখ রবিবার বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় কালিতলা চারমাথা বাজার থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে রন্জু ইসলাম গত ২৫ মে বৃহস্পতিবার সংবাদ কর্মীকে জানান, একই গ্রামের পাশ^বর্তী বাড়ীর প্রতিবেশি ছারোয়ার হোসেনের স্বামী পরিত্যক্তা কন্যা মোছাঃ সাদিকে তার মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছে। তার পর থেকে সাদিকে ও খুকীকে খোঁজে পাওয়া যাচ্ছে না। মর্মে থানায় জিডি করেছেন। উক্ত ঘটনায় এলাকায় সচেতম মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন?। উভয় পরিবারের সদস্যরা চিন্তিত।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন