কানাডায় দাবানল: এবার পূর্বাঞ্চলীয় এক শহরে জরুরি অবস্থা জারি | Daily Chandni Bazar কানাডায় দাবানল: এবার পূর্বাঞ্চলীয় এক শহরে জরুরি অবস্থা জারি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মে, ২০২৩ ১৪:৪৪
কানাডায় দাবানল: এবার পূর্বাঞ্চলীয় এক শহরে জরুরি অবস্থা জারি
অনলাইন ডেস্ক

কানাডায় দাবানল: এবার পূর্বাঞ্চলীয় এক শহরে জরুরি অবস্থা জারি

কানাডার পূর্বাঞ্চলীয় শহর হ্যালিফ্যাক্সে রোববার (২৮ মে) গভীর রাতে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরই মধ্যে সেখান থেকে বহু নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। খবর রয়টার্সের।

নোভা স্কটিয়া প্রদেশের রাজধানীর পৌর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সার্ভিসের কর্মীরা মানুষকে নিরাপদ রাখতে ও দাবানলের কারণে সৃষ্ট হুমকি কমাতে ২৪ ঘণ্টা কাজ করছে।

বন্দর শহরটিতে এরই মধ্যে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফলে এই জরুরি অবস্থা আগামী সাত দিন কার্যকর থাকবে।

টুইট বার্তায় আরও জানানো হয়েছে, যেখানে দাবানল ছড়িয়ে পড়েছে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রজার্স ও বেল কানাডার বেল এলিয়েন্টসহ টেলিযোগাযোগ সংস্থাগুলো টুইটার পোস্টে জানিয়েছে, দাবানলের কারণে সরিয়ে নেওয়া কমিউনিটির কিছু গ্রাহক সেবা বঞ্চিত হতে পারে।

চলতি মাসে কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য আলবার্টায়ও দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। সেখানের অনেকেই বাধ্য হয় বাড়িঘর ছাড়তে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন