মহিমাগঞ্জে খেলাকে কেন্দ্র করে মারপিট ও বসতবাড়িতে ভাংচুর | Daily Chandni Bazar মহিমাগঞ্জে খেলাকে কেন্দ্র করে মারপিট ও বসতবাড়িতে ভাংচুর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মে, ২০২৩ ২৩:৪৪
মহিমাগঞ্জে খেলাকে কেন্দ্র করে মারপিট ও বসতবাড়িতে ভাংচুর
ষ্টাফ রিপোর্টার

মহিমাগঞ্জে খেলাকে কেন্দ্র করে মারপিট ও বসতবাড়িতে ভাংচুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিট ও হুমকির ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের (সনাতন হিন্দু) বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গত শনিবার (২৭ মে) উপজেলার মহিমাগঞ্জ ইউপির জিরাই (মাঝিপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বসতবাড়ি হামলা-ভাংচুর-লুটপাটের পাশাপাশি মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ ভুক্তভোগী তারাপদ চন্দ্র দাস রিপন অভিযুক্ত জাহিদ, ফিদান, মাহফুজ, আব্দুল আলিম, সাব্বির, ইলিয়াস, আরিফ, তানজিল, শাহিনদের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ স্ূেত্র জানা যায়, শনিবার ভুক্তভোগীর ছেলে রবিদাস চন্দ্র সহপাঠীদের সাথে পান্থামারী গ্রামে অভিযুক্ত আব্দুল আলিমের বাড়ির নিকট ধানের ফাঁকা জমিতে ফুটবল খেলতে যায়। খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে রবিদাসকে মারপিট ও হুমকি দেয়। পরবর্তীতে তারা সংঘবদ্ধভাবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাপদ চন্দ্রের বসতবাড়িতে হামলা করে টিনের বেড়া ভাংচুর করে। এসময় তারা ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে। এ কাজে বাধা দিতে গেলে তারা তারাপদ চন্দ্রের স্ত্রীকে মারপিট ও শ্লীলতাহানি ঘটিয়ে হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহতের আত্নচিৎকারে প্রতিবেশিরা এসে তারাপদের মা ও স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করায়।
ভুক্তভোগী তারাপদ চন্দ্র জানান, আমি বাড়ি না থাকার সুযোগে তারা সামান্য খেলার দ্বন্দ্বকে কেন্দ্র করে আমার ছেলে, স্ত্রীকে মারপিট সহ বসতবাড়িতে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। আমি সুষ্ঠ তদন্তপূর্বক অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন জানান, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন