
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩১মে বুধবার বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর সদরের বিভিন্ন জায়গায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু হাসান, জেলা কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলাম রনি, গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর হারুনুর রশিদ হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হামিদুল হক হিরু, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি পবন সরকারসহ আরো অনেকে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন