ধুনটে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু | Daily Chandni Bazar ধুনটে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ জুন, ২০২৩ ২৩:৫৩
ধুনটে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বগুড়ার ধুনটে নদীতে ডুবে প্রত্যয় (১২) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) বিকাল ৫টার দিকে চরধুনট গ্রামের ইছামতি নদী থেকে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রত্যয় চরধুনট গ্রামের কসমেটিকস ব্যবসায়ী আকাশের ছেলে এবং সে ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

স্থানীয়সূত্রে জানাগেছে, গত তিন বছর আগে আকাশের স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। এরপর আকাশ দ্বিতীয় বিয়ে করেন। এই পক্ষে তার একটি মেয়ে সন্তান রয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে আকাশের একমাত্র ছেলে প্রত্যয় তার সৎ মায়ের সঙ্গে বাড়ির পাশের ইছামতি নদীতে গোসল করতে যায়। 

ওই গ্রামের মহিলা কাউন্সিলর মালতি খাতুন জানায়, তার মায়ের কাপড় ধোয়ার একপর্যায়ে প্রত্যয় নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির একপর্যায়ে নদীতে জাল টেনে ৫ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন