পিরবে চাকরি ফিরে পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar পিরবে চাকরি ফিরে পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুন, ২০২৩ ২৩:৩৯
পিরবে চাকরি ফিরে পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

পিরবে চাকরি ফিরে পাওয়ার 
দাবীতে সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউপির সোনাকন্দি পশ্চিম পাড়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র শাহাদুল ইসলামের আয়োজনে পিরব ক্যাডেট স্কুলে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভুগী শাহাদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন ২০০৪ সালে এম. এল. এস. এস পদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাকরির জন্য আবেদন করি এবং ২০১১ সালে মৌখিক পরীক্ষায় উত্তীর্ন হই। আমি উত্তীর্ন হলে আমার নিয়গ পত্রটি আমার ঠিকানায় গ্রামের বাড়ীতে পাঠানো হয়। যার স্মারক সংখ্যা রচিমহা/রং/নিযোগ’১১/২৫২, মূলে এম. এল. এস. এস.পদে নিয়োগ পত্র প্রদান করেন। আমি নিয়োগ পত্র পেয়ে চাকরিতে যোগদান করার জন্য রংপুর মেডিকেল কলেজহাসপাতালে গেলে অফিস কর্র্তৃপক্ষ অফিস রেজিষ্টারে আমার স্বাক্ষর ও কাগজপত্র গ্রহন করেন। কর্তৃপক্ষ বলেন আমাকে ৫লক্ষ টাকা দিতে হবে। তাহলে আপনি যোগদান করতে পারবেন। আমি নিরুপায় হইয়া রংপুর মেডিকেল হাসপাতাল পরিচালক বরাবর চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য মুমিনুলের বিরুদ্ধে আবেদন করি। এ যাবত পর্যন্ত কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেন নাই। নিয়োগ পত্রটি আমার কিন্তু চাকরি করছেন অন্য একজন। আমি গরীব ও অসহায় টাকা দিতে না পারায় আমার পরিবর্তে মুমিনুল ইসলাম পিতাঃ আলহাজ¦ মকবুল হোসেন, গ্রাম-মনোয়ারপুর ভাঙ্গাস্কুল, ডাক-বড়বাড়ী, ওয়ার্ড নং-১৩, রংপুর সিটি করপোরেশন। সে আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে সরকারি বেতন ভাতা ও সকল সুবিধাাা দীর্ঘ ১৩ বছর যাবত বে-আইনীভাবে ভোগ করে আসিতেছে। আমি এই অসাধু প্রতারক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে উচ্চ –মহলের নিকট জানাতে চাই আমার চাকরিটি আমাকে ফিরিয়ে দিতে আপনাদের সহযোগীতা কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন হযরত আলী ও মানিক মিয়া।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন