শর্ট সার্কিট থেকে বগুড়ায় বসতবাড়িতে আগুন, শিশু আহত | Daily Chandni Bazar শর্ট সার্কিট থেকে বগুড়ায় বসতবাড়িতে আগুন, শিশু আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ জুন, ২০২৩ ২৩:৫১
শর্ট সার্কিট থেকে বগুড়ায় বসতবাড়িতে আগুন, শিশু আহত
ষ্টাফ রিপোর্টার

শর্ট  সার্কিট থেকে বগুড়ায়
বসতবাড়িতে আগুন, শিশু আহত

বগুড়ায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পৌর এলাকার ফুলবাড়ি উত্তরপাড়ার এক বাসা-বাড়িতে আগুন লেগে মো. সোয়াদ (৫) নামের এক শিশু আহত হয়েছে।  

আহত সোয়াদ ঐ এলাকার মো. আলমের ছেলে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন৷ তিনি জানান, শনিবার বিকেলে ফুলবাড়ি উত্তরপাড়ার আব্দুর রউফের বাড়ির ৪র্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে আলন নামের এক ব্যক্তি পরিবারসহ বসবাস করেন। আলমের স্ত্রী শিশু সোয়াদকে একা বাড়িতে রেখে অন্য সন্তানকে নিতে কোচিং এ যান। এই সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা শিশু সোয়াদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। ওই শিশুর দুই পায়ের তালু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট গিয়ে কাজ শুরু করে প্রায় আধাঘণ্টার ভেতর আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত এই বাসা-বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ ঘটনায় এক শিশু হতাহতসহ ও প্রায় ১ লাখ টাকার মত মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন