নন্দীগ্রামে ৮৭ লক্ষ টাকা ব্যায়ে ১৪টি বিদ্যালয়ের মেরামত কাজ সম্পূর্ন | Daily Chandni Bazar নন্দীগ্রামে ৮৭ লক্ষ টাকা ব্যায়ে ১৪টি বিদ্যালয়ের মেরামত কাজ সম্পূর্ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ জুন, ২০২৩ ০০:৪৬
নন্দীগ্রামে ৮৭ লক্ষ টাকা ব্যায়ে ১৪টি বিদ্যালয়ের মেরামত কাজ সম্পূর্ন
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রামে ৮৭ লক্ষ টাকা ব্যায়ে ১৪টি বিদ্যালয়ের মেরামত কাজ সম্পূর্ন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ৮৭ লক্ষ টাকা  ব্যায়ে মেরামত কাজ সম্পূর্ন হয়েছে বলে এ তথ্যটি নিশ্চিত করেন, উপজেলা  প্রকৌশল অফিস কর্মকর্তা। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৮৭ লক্ষ টাকা ব্যায়ে যে ১৪টি বিদ্যালয় গুলির মেরামত কাজ সম্পূর্ন করা হয়েছে সেগুলো হচ্ছে। হাটুয়া সরকারি প্রাথমকি বিদ্যালয়, ভাগবজর, নামুইট, কোশাষ, দমদমা, দামগাড়া, চাকলমা, মনিনাগ, তারাটিয়া, ডেড়াহার, সরিষাবাদ, পুনাইল, দামরুল, কল্যাণনগর। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম বলেন, বিদ্যালয়গুলি চিহ্নিত করে অগ্রাধিকার ভিওিতে তালিকা তৈরী করে প্রেরণ করা হয়েছে বিধায় আজ শিক্ষার পরিবেশ সুন্দর তৈরী হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শা-রীদ শাহনেয়াজ এই প্রতিনিধিকে জানান, (পিইডিপি-৪) প্রকল্পের আওতায়, প্লাস্টার, রং-করন, ছাদে টিন লাগানো সহ বিভিন্ন কাজ সম্পর্ণ করা হয়েছে। ১৪টি বিদ্যালয়ে প্রায় ৬০টি রোম মেরামত করা হয়েছে, বিদ্যালয় গুলির মেরামত কাজ করার ফলে শিক্ষার মান ও পরিবেশ সুন্দর হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন