লিচু খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন হাসপাতালে | Daily Chandni Bazar লিচু খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন হাসপাতালে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ জুন, ২০২৩ ১৪:২৩
লিচু খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন হাসপাতালে
অনলাইন ডেস্ক

লিচু খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খেয়ে অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের তিন শিশুসহ ৫ জন। গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার (৬ জুন) বিকেলে কাশিনগরের থেকে আসা রোগীদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগ ও মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছে, শিশুসহ ৫ জন শঙ্কামুক্ত হলেও তাদেরকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঢাকা রেফার রাখা হয়েছে।

অসুস্থরা হলেন, সঞ্জিত ঋষি (২৫), অনামিকা ঋষি (৩০), সোহাগ ঋষি (১২), সিধু ঋষি (৮) ও স্মৃতিরানী ঋষি (৫)। তারা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা।

অসুস্থ সঞ্জিত ঋষি জানান, আজকে দুপুরে শহরের কালাইশ্রীপাড়ার এক হকার থেকে ১৫০ টাকায় ৫০টি লিচু কেনেন তিনি। দুপুর ১টার দিকে তার বড় ভাবীসহ তার মেয়ে ও ভাতিজাদের লিচু খাওয়ার এক পর্যায়ে প্রচুর পেট ব্যথা ও বমি হয়। আসতে আসতে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির লোকেরা তাদেরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, হাসপাতালে লিচু খেয়ে ৫ জন ভর্তি হয়েছে। তাদেরকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। লিচুতে কেমিক্যাল অথবা ফুড পয়জনিংয়ের কারণে সবাই অসুস্থ হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, হাসপাতালে পুলিশ গেছে। অসুস্থ শিশুসহ ৫ জন ভর্তি আছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন