
বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের মাদারতোলা নামক স্থানে নাছিমা খাতুনের বাড়ীর সীমানা ঘেষে জোর পূর্বক সরকাী ইটের সোলিং রাস্তা নিমার্ণ করা হয়েছে। এ বিষয়ে নাছিমা খাতুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ফুলকোট গ্রামের মাদারতোলা নিবাসী নাছিমা খাতুন(৩০) স্বামী মোঃ জহুরুল ইসলাম পৈত্রিক সুত্রে এক খন্ড জমি পায় তিনি একজন রিক্্রাচালক অসহায় দরিদ্র লোক।তিনি তাহাতে একটি ছোট ইটের ঘর নিমার্ণ করে বসবাস করে আসতেছিল। রাস্তাটি কাচা ছিল যাহা সরকারী রেকর্ডভুক্ত ৩০ লিং রাস্তা। দীর্ঘদিন পর রাস্তাটি ইটের সলিং কাজ শুরু হয় যাহা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম (বিমান),নিজেই করেন। রাস্তাটি নিয়ম অনুযায়ী দুই সীমানার উপর দিয়ে করার কথা ছিল কিন্তু তিনি তা না করে নাছিমার বাড়ীর সীমানার ওয়ালের নিকট দিয়ে ১০/০৬/২০২৩ইং তারিখে রাস্তাটি নিমার্ণ করে ।
নাছিমা খাতুন চেয়ারম্যান, মিস্ত্রি ও লেবারদের দুই সীমানার উপর দিয়ে ইটের সলিং করতে বললে তারা তা কর্নপাত করে না করে জোর পূর্বকভাবে রাস্তার কাজ করেন,তখন তারা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট মোবাইল করে, নিবার্হী অফিসার লিখিত অভিযোগ দায়ের করতে বলেন।
এদিকে চেয়াম্যান সাইফুল ইসলাম (বিমান) বিকাল বেলা এসে নাছিমা খাতুনকে অকথ্য ভাষায় গালাগালি ও বাড়ী ঘর ভেঙ্গে দিয়ে এখান থেকে উচ্ছেদ করে দিবে বলে হুমকি প্রদান করে।
এবিষয়ে ওয়ার্ডের মেম্বর নয়নকে বললে তিনি জানান বিষয়টি আমাকে বলছে,যেহেতু চেয়ারম্যান সাহেব নিজেই কাজ করিতেছেন । তিনি বিষয়টি সুন্দরভাবে সমাধান করে দিবেন।
চেয়ারম্যান সাইফুল ইসলাম (বিমান) নিম্ন মানের ইট দিয়ে কাজ করিতেছে সাংবাদিক মোবাইলে ফোন দিয়ে তাকে জিঙ্গাসা করলে তিনি সাংাদিকের উপর ক্ষিপ্ত হয়ে বলেন তিন নম্বর ইটের বাজেট হয়েছে,তাই ৩নং ইট দিয়ে কাজ করিতেছি তাতে আপনার কি ।
এবিষয়ে উপজেলা নিবার্হী অফিসার সাইদা খানমকে জিঙ্গাসা করলে তিনি বলেন আমি এখনো কোন অভিযোগ হাতে পাইনাই, অভিযোগ হাতে পাইলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন