
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২য় দিনের একমাত্র খেলায় শিবগঞ্জ পৌর সভা ১-০ গোলে আটমূল ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে ২য় রাউন্ডে উন্নীত হয়েছে। খেলায় শিবগঞ্জ পৌরসভা একাদশের ৬নং জার্সি পরিহিত খেলোয়ার সিহাব ম্যান অব দ্যা ম্যাচ মনোনিত হন।
রবিবার বিকালে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, আটমূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, পল্লী ইউনিয়ন কর্মকর্তা হাসেম আলী, আইসিটি কর্মকর্তা মাহফুজার রহমান নয়ন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক সোহেল আক্তার মিঠু, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল রানা মিন্টু, পৌর কাউন্সিলর রবিউল ইসলম, আটমূল ইউপি সদস্য শাহাজাদা, আব্দুল মতিন। সোমবার একই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোকামতলা ইউনিয়ন পরিষদ একাদশ বনাম কিচক ইউনিয়ন পরিষদ একাদশ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন