
টেকসই উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মধ্যে প্রথম নির্মাণ করা হচ্ছে ইউনি ব্লকের রাস্তা।
বুধবার বিকালে চোপিনগর ইউনিয়ন বৃ-কুষ্টিয়া ইউনি ব্লক দিয়ে দৃষ্টি নন্দন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এসময় চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,উপজেলা প্রকৌশলী মুহ: ফারুক হাসান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মাস্টার,আব্দুল কাফি,চোপিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য আরিফ আজাদ পলাশ,জাহিদুল ইসলাম, নুর হোসেন চেরু, আবু সাইদ, রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগ নেতা শাহাদাত হোসেন,সেলিম রেজা,রায়হান সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
জানায়ায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের বৃ-কুষ্টিয়া গ্রামের রাস্তায় পরিবেশ বান্ধব টেকসই কংক্রিট দিয়ে (ইউনি ব্লক) পদ্ধতিতে দৃষ্টি নন্দন রাস্তা নির্মাণ কাজ করছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন