শাজাহানপুরে দৃষ্টিনন্দন ইউনি ব্লকদিয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন | Daily Chandni Bazar শাজাহানপুরে দৃষ্টিনন্দন ইউনি ব্লকদিয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুন, ২০২৩ ২২:৪৩
শাজাহানপুরে দৃষ্টিনন্দন ইউনি ব্লকদিয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে দৃষ্টিনন্দন ইউনি ব্লকদিয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

টেকসই উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মধ্যে  প্রথম নির্মাণ করা হচ্ছে ইউনি ব্লকের রাস্তা।
বুধবার বিকালে চোপিনগর ইউনিয়ন বৃ-কুষ্টিয়া ইউনি ব্লক দিয়ে দৃষ্টি নন্দন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 
এসময় চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,উপজেলা প্রকৌশলী মুহ: ফারুক হাসান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা,বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মাস্টার,আব্দুল কাফি,চোপিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য আরিফ আজাদ পলাশ,জাহিদুল ইসলাম, নুর হোসেন চেরু, আবু সাইদ, রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগ নেতা শাহাদাত হোসেন,সেলিম রেজা,রায়হান সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
জানায়ায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের বৃ-কুষ্টিয়া গ্রামের রাস্তায় পরিবেশ বান্ধব টেকসই কংক্রিট দিয়ে (ইউনি ব্লক) পদ্ধতিতে দৃষ্টি নন্দন রাস্তা নির্মাণ কাজ করছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন