ধুনটে মাদকের সন্ধান করতে গিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ | Daily Chandni Bazar ধুনটে মাদকের সন্ধান করতে গিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ জুন, ২০২৩ ২২:৪৫
ধুনটে মাদকের সন্ধান করতে গিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে মাদকের সন্ধান করতে গিয়ে বিপুল
পরিমান অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

বগুড়ার ধুনটে মাদকের সন্ধান করতে গিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আকাশ খান ফারুক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) ভোরে চিকাশী ইউনিয়নের মোহনপুর দক্ষিনপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকাশ খান ফারুক ওই এলাকার আমির হোসেন মাষ্টারের ছেলে।

ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন জানান, আকাশ খান ফারুকের বসতঘরে মাদকদ্রব্য রয়েছে, এমন সংবাদের সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে আটকের পর খাটের নিচ থেকে বার্মিজ চাকু, রাম দা, চাইনিজ কুড়াল ও পাইপ সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ওই যুবক দেশীয় অস্ত্র তার হেফাজতে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিল। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন