মতিউর রহমান ভাণ্ডারীর স্ত্রী হাসনা জাহান ভাণ্ডারীর ইন্তেকাল | Daily Chandni Bazar মতিউর রহমান ভাণ্ডারীর স্ত্রী হাসনা জাহান ভাণ্ডারীর ইন্তেকাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুন, ২০২৩ ০০:৫০
মতিউর রহমান ভাণ্ডারীর স্ত্রী হাসনা জাহান ভাণ্ডারীর ইন্তেকাল
ষ্টাফ রিপোর্টার

 মতিউর রহমান ভাণ্ডারীর স্ত্রী হাসনা জাহান ভাণ্ডারীর ইন্তেকাল

বগুড়া বিশিষ্ট শিল্পপতি ভাণ্ডারি সিটি’র সত্ত্বাধিকারি হাসনা জাহান ভাণ্ডারী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার সেখান থেকে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে তিনি মারা যান।

প্রয়াত শিল্পপতি মতিউর রহমান ভাণ্ডারীর স্ত্রী হাসনা জাহান ভাণ্ডারী বগুড়ায় একজন সমাজসেবী ও দানশীল নারী হিসেবে পরিচিত ছিলেন। নিজ অর্থ ও জায়গা দিয়ে তিনি শহরের শিববাটী এলাকায় হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা এবং বগুড়া ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠায় সহায়তা করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এক ছেলে রাজ ভাণ্ডারী বগুড়া সদর আসনের সাবেক সাংসদ এবং অপর ছেলে তৌফিকুর রহমান ভাণ্ডারী বগুড়া জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও বগুড়া ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক। এছাড়া বগুড়া সদর আসনের বর্তমান সাংসদ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর তিনি ফুফু।
শনিবার বাদ আসর তাঁর জানাযার নামাজ বগুড়া করোনেশন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে নামাজগড়ের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন