প্লাস্টিক দূষণ সমাধানের আহ্বানে বগুড়ায় মাঠপর্যায়ে সভা | Daily Chandni Bazar প্লাস্টিক দূষণ সমাধানের আহ্বানে বগুড়ায় মাঠপর্যায়ে সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুন, ২০২৩ ০০:৫৮
প্লাস্টিক দূষণ সমাধানের আহ্বানে বগুড়ায় মাঠপর্যায়ে সভা
ষ্টাফ রিপোর্টার

প্লাস্টিক দূষণ সমাধানের 
আহ্বানে বগুড়ায় মাঠপর্যায়ে সভা

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” স্লোগানে বগুড়ায় বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) আয়োজনে বৃহস্পতিবার বিকেলে সদরের শাখারিয়া ইউনিয়নের কাদিমপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এএলআরডি সহযোগিতায় অনুষ্ঠিত ব্যতিক্রমী এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার যুব উন্নয়ন অফিসার নাজিয়া সামস্। শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রুমী’র সভাপতিত্বে ও পিইউপি’র প্রোগ্রাম অফিসার  নিলুফা ইয়াসমিনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন কৃষি উপ পরিদর্শক আব্দুল রহিম। এছাড়াও অংশগ্রহণকারীদের মাঝেও ইতিবাচক করনীয় নানাদিক তুলে ধরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন অনেকেই। সভায় বক্তারা প্লাস্টিক ও পলিথিন বর্জনের মাধ্যমে পরিবেশ দূষণ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। বিকল্প হিসেবে পাটের উপকরণ বা পাটের তৈরি ব্যাগ বা বস্তা ব্যবহার করা যেতে পারে যার মাধ্যমে দেশের কৃষিখাতও সমৃদ্ধ হবে। দিনে দিনে জমিতে অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আমাদের পরিবেশ যা রুখতে এখন থেকেই রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জমিতে জৈব সার ও কীটনাশকের পরিবর্তে বিভিন্ন প্রাকৃতিক ফাঁদ তৈরিতে সকলকে উৎসাহিত করেন। পিইউপি’র প্রধান সমন্বয়কারী শেখ আবু হাসানাত সাঈদের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত এই সভায় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ভলেন্টিয়ার, যুব প্রতিনিধি ও গ্রামের সাধারণ নারী পুরুষ অংশ নেয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন