বগুড়ায় হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন, খালাস পেলেন ২১ জন | Daily Chandni Bazar বগুড়ায় হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন, খালাস পেলেন ২১ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জুন, ২০২৩ ০২:২২
বগুড়ায় হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন, খালাস পেলেন ২১ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় হত্যা মামলায় দুই আসামীর
যাবজ্জীবন, খালাস পেলেন ২১ জন

বগুড়ায় আল আমিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এ মামলায় অভিযুক্ত আরো ২১ জনকে খালাস দেওয়া হয় ।

দণ্ডিতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার ছোট ইতালি গ্রামের মৃত দিবস উল্লার ছেলে হবিবর রহমান (৭০) ও মৃত মুনছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৮)। রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি এপিপি নাছিমুল বারি হলি বিষয়গুলো নিশ্চিত করে জানান, বগুড়ার গাবতলী উপজেলার ছোট ইতালি গ্রামে ২০১৭ সালের ৩০ জুন চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আল আমিন নামের এক যুবককে প্রতিপক্ষ পিটিয়ে আহত করে। পরের দিন ১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। এ ঘটনায় আল আমিনের বাবা আমজাদ হোসেন বাদি হয়ে ২ জুলাই গাবতলী থানায় ২৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ২৩ জনকেই আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে সাক্ষীর  সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন