ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’এর প্রধান নিযুক্ত হলেন রবি সিনহা | Daily Chandni Bazar ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’এর প্রধান নিযুক্ত হলেন রবি সিনহা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জুন, ২০২৩ ১০:১১
ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’এর প্রধান নিযুক্ত হলেন রবি সিনহা
অনলাইন ডেস্ক

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’এর প্রধান নিযুক্ত হলেন রবি সিনহা

ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) নতুন প্রধান রবি সিনহা। তিনি বর্তমান সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে।

১৯৮৪ ব্যাচের আইপিএস অফিসার সামন্ত আগামী ৩০ জুন ‘র’এর প্রধান হিসাবে চার বছরের কার্যকাল শেষ করে অবসর নেবেন। ওই দিনই দায়িত্ব নেবেন ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি।

আগামী দুই বছর ওই পদে বহাল থাকবেন তিনি। বর্তমানে রবি ক্যাবিনেট সচিবালয়ের বিশেষ সচিব পদে কর্মরত।

গত দু’দশক ধরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় কর্মরত রবি অতীতে ‘র’ এর অপারেশনাল উইংয়ের প্রধান ছিলেন। ভারতের জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এমনকি, বিদেশেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পাকিস্তানসহ প্রতিবেশী দেশ সম্পর্কে ‘বিশেষজ্ঞ’ হিসাবেও তার পরিচিতি রয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুনে সামস্তকে দুই বছরের জন্য ‘র’ প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল। পরে তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়।

সূত্র : আনন্দবাজার

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন