গুলিস্তানে বিস্ফোরণ: ২৪ জন নিহতের মামলার প্রতিবেদন ২৫ জুলাই | Daily Chandni Bazar গুলিস্তানে বিস্ফোরণ: ২৪ জন নিহতের মামলার প্রতিবেদন ২৫ জুলাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জুন, ২০২৩ ১০:২৮
গুলিস্তানে বিস্ফোরণ: ২৪ জন নিহতের মামলার প্রতিবেদন ২৫ জুলাই
অনলাইন ডেস্ক

গুলিস্তানে বিস্ফোরণ: ২৪ জন নিহতের মামলার প্রতিবেদন ২৫ জুলাই

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ২৪ জনের প্রাণহানির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ জুলাই ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ জুন) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। সে কারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেওয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।

এ ঘটনায় বংশাল থানায় অবহেলার অভিযোগে এনে মামলা করে পুলিশ। অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়। ভবনের দুই মালিক আপন দুই ভাই ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেফতার দেখানো হয় এ মামলায়। এরপর তাদের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে স্যানিটারি ব্যবসায়ী মিন্টু জামিনে রয়েছেন। ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান রয়েছেন কারাগারে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন