গাবতলীতে ৩লাখ টাকার চাঁদার দাবী থানায় অভিযোগ | Daily Chandni Bazar গাবতলীতে ৩লাখ টাকার চাঁদার দাবী থানায় অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুন, ২০২৩ ০০:৩৮
গাবতলীতে ৩লাখ টাকার চাঁদার দাবী থানায় অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে ৩লাখ 
টাকার চাঁদার দাবী 
 থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে মাহমুদুল হাসান (৪০) নামের এক ব্যক্তির কাছ থেকে ৩লাখ টাকার চাঁদার দাবী করায় এবং নগদ ৫০টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
থানায় লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত আহসান উল্লাহ মন্ডলের ছেলে মাহমুদুল হাসান ২১জুন বুধবার সকাল ১০টায় গাবতলীর তরনীহাট বালিয়াদিঘী মৌজায় তার নিজের জমি দেখতে যান। এ সময় স্থানীয় দুই ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে মাহমুদুল হাসানকে ঘিরে ফেলে পকেটে থাকা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরো ৩লাখ টাকার চাঁদা দাবী করে। এ ঘটনায় মাহমুদুল হাসান ঘটনার দিনেই বাদী হয়ে বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের তারেক হোসেন (৩৪) এবং স্বাধীন মোন্না (৪৫) কে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে বাগবাড়ী ফাঁড়ীর ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন