শেরপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু | Daily Chandni Bazar শেরপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুন, ২০২৩ ০০:৪৪
শেরপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু
শেরপুর(বগুড়া)প্রতিনিধি-

শেরপুরে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

বগুড়ার শেরপুরের মাগুড়ার তাইড় খোকসাগাড়ি গ্রামে বজ্রপাতে ফাতেমা খাতুন (২১) নামের এক নব মুসলিম গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু ওই গ্রামের মো: রনি হোসেনের স্ত্রী। গতকাল (২১ জুন) দুপুর দুইটার দিকে ইউনিয়নের খোকসাগাড়ি গোরফা বিলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফাতেমা খাতুন দিনাজপুরের মেয়ে। তার নাম ছিলো রঞ্জনা রানী। প্রায় দুই মাস আগে সে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহন করে রনিকে বিয়ে করে। তখন তার নাম রাখা হয় ফাতেমা। এর পর মুসলিম পরিবারেই সে ঘর সংসার করে আসছিলো। বুধবার দুপুরে আকাশে মেঘ দেখে বাড়ির পাশে বিলের ভেতরে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান,  আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন