ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২১ জুন) সেন্ট্রাল প্যারিসের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে একটি ডিজাইন স্কুল এবং ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার সদর দপ্তর অবস্থিত।
বিস্ফোরণের পর জরুরি কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান শুরু করেন। এখন পর্যন্ত অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল।
প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ ঘটনাস্থল থেকে বলেছেন, ভবনটি ভ্যাল ডি গ্রেস গির্জার পাশে অবস্থিত এবং ক্যামেরার ফুটেজের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, বিস্ফোরণটি ভবনের ভেতরেই হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও নির্ণয় করা যায়নি।
প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, বিস্ফোরণের পর ভবনটিতে প্রথমে আগুন ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থলে গেছেন।
বিবিসি বলছে, যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে সেটি প্যারিসে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে জনপ্রিয় এবং এলাকাটি অনেক শিক্ষার্থী বসবাসের জন্য পরিচিত।
বুলেভার্ড সেন্ট-মিচেলের ইকোলে দে মাইনসের একজন ছাত্র লে প্যারিসিয়েনকে বলেছেন: ‘ভ্যাল ডি গ্রেস গির্জার সামনে থাকার সময় আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে এবং ২০ বা ৩০ মিটার উঁচু আগুন দেখতে পাই। আর প্রচণ্ড শব্দে ভবনটি ধসে পড়ে। আমি গ্যাসের গন্ধ পেয়েছি, কিন্তু বিষয়টি বুঝতে আমার কয়েক মিনিট সময় লেগেছে।’
অপর এক প্রত্যক্ষদর্শী আন্তোইন ব্রুচট বিবিসিকে বলেছেন, বিস্ফোরণের সময় তিনি বাড়িতে ছিলেন। সেখান থেকেই বিশাল এক শব্দ শুনতে পান।
তিনি বলেন, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। তারপর ধোঁয়ার একটি বড় মেঘ দেখতে পেলাম। আমি বের হয়ে কাছে যেতেই, সেখানে একটি ভবন ধসে পড়ে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন লেগে যায়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন