স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম পরিবর্তন | Daily Chandni Bazar স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম পরিবর্তন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুন, ২০২৩ ১১:২০
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম পরিবর্তন
অনলাইন ডেস্ক

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম পরিবর্তন করা হয়েছে। ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ থেকে পরিবর্তন করে প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি একই গ্রুপের প্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলের নামও পরিবর্তন করা হয়েছে। ‘স্কয়ার টেক্সটাইল লিমিটেড’ থেকে কোম্পানিটির নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘স্কয়ার টেক্সটাইল পিএলসি’।

এমন পরিবর্তনের বিষয়ে অনুমোদন দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার ডিএসই থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানায়, ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’ এবং ‘স্কয়ার টেক্সটাইল লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘স্কয়ার টেক্সটাইল পিএলসি’ করার বিষয়ে কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া প্রস্তাব ডিএসই থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এ নাম পরিবর্তন ২২ জুন থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে ডিএসই।

এদিকে সম্প্রতি কোম্পানি দুটি ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। তবে স্কয়ার টেক্সটাইলের মুনাফা কমেছে।

এর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৬ টাকা ৮২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১৬ টাকা ৩ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩৩ পয়সা, যা নয় মাস আগে বা ২০২২ সালের জুন শেষে ছিল ১১৬ টাকা ৭০ পয়সা।

অপরদিকে স্কয়ার টেক্সটাইল ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৭ টাকা ১৫ পয়সা।

মুনাফার কমলেও কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৫ পয়সা, যা নয় মাস আগে বা ২০২২ সালের জুন শেষে ছিল ৪৬ টাকা ৬২ পয়সা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন