বাংলাদেশের শিক্ষায় ৩৮ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান | Daily Chandni Bazar বাংলাদেশের শিক্ষায় ৩৮ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জুন, ২০২৩ ১১:২১
বাংলাদেশের শিক্ষায় ৩৮ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান
অনলাইন ডেস্ক

বাংলাদেশের শিক্ষায় ৩৮ কোটি টাকা অনুদান দিচ্ছে জাপান

বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৫০ কোটি জাপানিজ ইয়েন বা ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে দেশটি। বাংলাদেশি মুদ্রায় যা ৩৮ কোটি ৪০ লাখ টাকা। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ও বাস্তবায়নাধীন ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) জন্য জাপান সরকারের এ অর্থায়ন বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে।

ইআরডি বলছে, বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে মঙ্গলবার (২০ জুন) ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিজ শরিফা খান ও জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি ‘বিনিময় নোট’ এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদি ‘অনুদান চুক্তি’ স্বাক্ষর করেন।

৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) শীর্ষক কর্মসূচিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জুলাই ২০১৮ থেকে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে এ কর্মসূচির জন্য গত তিন বছরে জাপান সরকার মোট ১৫০ কোটি ইয়েন অনুদান সহায়তা প্রদান করেছে। ৪র্থ বছরের জন্য জাপান সরকার কর্তৃক প্রদত্ত অনুদান সহায়তা আর্থিক ও বাজেট ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কাজে ব্যবহৃত হবে।

দ্বিপাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ যাবৎ জাপান সরকার ৩০ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি প্রদান করেছে। বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে জাপান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান বিভিন্ন প্রকল্পে অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করছে, যার মধ্যে মানবসম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন