নন্দীগ্রাম পৌরসভার ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা | Daily Chandni Bazar নন্দীগ্রাম পৌরসভার ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ জুন, ২০২৩ ০১:০৫
নন্দীগ্রাম পৌরসভার ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

নন্দীগ্রাম পৌরসভার ১৬ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১৬ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৯৫৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, শফিউল আলম ছবি, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর শাহিরুল ইসলাম, আখতারুজ্জামান উজ্জ্বল ও আবু সাঈদ মিলন প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন