ধুনটে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily Chandni Bazar ধুনটে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ জুন, ২০২৩ ০০:২৫
ধুনটে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের
৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।

ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান ও ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, শরিফুল ইসলাম খান, ফরিদুল ইসলাম, ধুনট সদর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিত, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস সহ ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন