হন্ডুরাসে সহিংসতায় ২৪ জনের মৃত্যু, কারফিউ জারি | Daily Chandni Bazar হন্ডুরাসে সহিংসতায় ২৪ জনের মৃত্যু, কারফিউ জারি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জুন, ২০২৩ ১৫:৫৭
হন্ডুরাসে সহিংসতায় ২৪ জনের মৃত্যু, কারফিউ জারি
অনলাইন ডেস্ক

হন্ডুরাসে সহিংসতায় ২৪ জনের মৃত্যু, কারফিউ জারি

হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দুটি শহরে সহিংসতায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৫ জুন) সহিংসতার পর ওই দুই অঞ্চলে কারফিই জারি করেছে দেশটির সরকার।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে শনিবার রাতে ২৪ জনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনায় দেশটির সরকার উত্তরাঞ্চলীয় দু’টি শহরে রোববার কারফিউ জারি করেছে।

পুলিশ প্রেসপারসন এডগার্দো বারাহোনা জানিয়েছেন, গত শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে অস্ত্রধারীদের গুলিতে ১৩ জন নিহত হয়।

একইদিন শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে পৃথক সহিংসতার ঘটনায় কমপক্ষে আরও ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ক্রমবর্ধমান এই সহিংসতার মধ্যে হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো ১৫ দিন চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। তার এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে ৪ জুলাই থেকে।

এক সংবাদ সম্মেলনে হন্ডুরান এই মন্ত্রী আরও জানান, সুলা উপত্যকায় এক হাজার অতিরিক্ত পুলিশ ও সামরিক বাহিনী পাঠানো হচ্ছে। বস্তুত এই অঞ্চলেই চোলোমা এবং সান পেড্রো সুলে অবস্থিত।

প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো বলেন, সরকার চোলোমায় হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তারে সাহায্য করার জন্য ৮ লাখ লেমপিরাস বা ৩২ হাজার ৭০৭ মার্কিন ডলার নগদ অর্থ পুরস্কার দেবে।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই হন্ডুরাসের একটি নারী কারাগারের ভেতর দুই পক্ষের সহিংসতায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়। কারাগারের ভেতর দুই গ্যাং গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ বাঁধে। যার মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।

ওই ঘটনার পর এক সপ্তাহ পার হতে না হতেই দেশটির উত্তরাঞ্চলীয় দু’টি শহরে সহিংসতায় আবারও বহু সংখ্যক মানুষের প্রাণহানি হলো।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন