
গোবিন্দগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৫ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় এ মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সাংবাদিকদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি শামসুল আলম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরণের অপরাধ কমে যাবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও জিটিভি জেলা প্রতিনিধি গোপাল মহন্ত, সাধারণ সম্পাদক ও মোহনা টিভি বগুড়া ব্যুরো প্রধান রাসেল কবির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম, চাঁদনী বাজার স্টাফ রিপোর্টার ও নবচেতনার উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু, ভোরের কাগজ প্রতিনিধি শাহআলম সরকার সাজু, সাপ্তাহিক খোলা হাওয়ার স¤পাদক আনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক কাটাখালির স¤পাদক মোয়াজ্জেম হোসেন, আনন্দ টিভি উপজেলা প্রতিনিধি উজ্জল হক প্রধান, বিজয় টিভি জেলা প্রতিনিধি ডিপটি প্রধান, দৈনিক গণমুক্তি উপজেলা প্রতিনিধি তারাজুল ইসলাম, মানবকন্ঠ উপজেলা প্রতিনিধি আলমগীর মন্ডল, চাঁদনী বাজার উপজেলা প্রতিনিধি জিল্লু রহমান, ডেল্টা টাইমস স্টাফ রিপোর্টার মশিউর রহমান, নুর আলম আকন্দ, রফিকুল ইসলাম, সাজেদুর রহমান সাজু, বি.কম শিখা দত্ত প্রমুখ।
পরে সাংবাদিকরা নবাগত ওসি'কে গোবিন্দগঞ্জের সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগিতা করার কথা জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন